সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রকাশিত : ১১:২৯ পূর্বাহ্ন সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসার দিনব্যাপি অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারী সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সহযোগীতায় লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবু বকর, মোস্তফা বেগম গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ হাসান,সাবেক প্রধান শিক্ষক মাস্টার সুজিত পাল, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম উপস্থিত ছিলেন।
অ্যাথলেটিকস প্রতিযোগিতায় উপজেলার ৯টি ইউনিয়নের শিক্ষার্থী অংশ গ্রহন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগন, সরকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।