বুধবার, ২৯ জুন ২০২২
প্রকাশিত : ১০:৫৬ অপরাহ্ন বুধবার, ২৯ জুন ২০২২
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ সাতগড় লাম্বাশিয়া এলাকায় অবৈধ বালু মহালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১ লক্ষ ১০হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়।
১৮ এপ্রিল দুপুর ১টার দিকে থেকে বিকেল ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।
অভিযানকালে লোহাগাড়া থানার এসআই রুহুল আমিন ও উপজেলা ভূমি অফিসের স্টার্ফগণ উপস্হিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, উপজেলার চুনতি ইউনিয়নের লাম্বাশিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছি একটি প্রভাবশালী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে
মোট ১১ টি বালুর স্তূপ জব্দ করা হয়। অভিযানে কাউকে পাওয়া যায়নি। উপস্থিতি টের পেয়ে বালু খেকোরা পালিয়ে যায়।
অভিযান অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।