রবিবার, ০২ এপ্রিল ২০২৩

লোহাগাড়ায় আলোচিত ছইতালার অন্যতম সহযোগী মনির লোহাগাড়ার শ্রীঘরে

প্রকাশিত : ৩:৪০ অপরাহ্ন রবিবার, ০২ এপ্রিল ২০২৩

 

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন অপরাধমুলক মামলার অন্যতম আসামী শফিকুল ইসলাম প্রকাশ ছইতালার প্রধান সহযোগী মাদক মামলাসহ ৮মামলার পলাতক আসামী মনির আহমদকে আটক করেছে থানা পুলিশ।

গতকাল রাতে লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম বান্দরবান সদর থানার টংকাবতী এলাকায় টংকাবতী পুলিশ ফাঁড়ির সহযোগীতায় তাকে আটক করা হয়।

আটককৃত উপজেলার চরম্বার লালারখিল সিরুর বর বাড়ি মৃত আবদুল হামিদের পুত্র মনির আহমদ (৪৫)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান,
লোহাগাড়া উপজেলার পদুয়া লালারখিল এলাকার মৃত আলী হোসেনের পুত্র শফিকুল ইসলাম প্রকাশ ছইতালা বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে জড়িত। তার বিরুদ্ধে এলাকাবাসীর বিভিন্ন অভিযোগ রয়েছে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের বিশেষ টিম বান্দরবান সদরের টংকাবর্তী পুলিশ ফাঁড়ির সহযোগীতা নিয়ে টংকাবতী এলাকা হতে শফিকুল ইসলাম প্রকাশ ছইতালার অন্যতম সহযোগী মাদক মামলা সহ ৮টি মামলার পলাতক আসামী মনির আহমদকে আটক করা হয়। অপরাধীরা যত বড়ই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা।

আটককৃত মনির আহমদকে আজ সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

আরো পড়ুন