রবিবার, ১১ জুন ২০২৩

লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত : ৭:০৩ পূর্বাহ্ন রবিবার, ১১ জুন ২০২৩

 

নিজস্ব প্রতিবেদকঃ

আগামী ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে লোহাগাড়ায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ মার্চ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু।

এসময় লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুহাম্মদ শাহজাহান,লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আতিকুর রহমান, লোহাগাড়া উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মুুহাম্মদ হানিফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ অাখতার আহমদ সিকদার,বীর মুক্তিযোদ্ধা রফিক দিদারসহ উপজেলার কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধিবৃন্দ,সাংবাদিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্হিত ছিলেন।

আরো পড়ুন