শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ১২:৩৫ পূর্বাহ্ন শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৬ইউপি নির্বাচন যথাক্রমে পদুয়া,চুনতি, বড়হাতিয়া,চরম্বা,চুনতি ও পুটিবিলা ইউপির নির্বাচনে সাধারণ সদস্য ও সংক্ষিত আসনের নব নির্বাচিত মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মোট ৭১ জন নব নির্বাচিত মেম্বার-মহিলা মেম্বার গণ এ শপথ গ্রহণে অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে।
১০ ফেব্রুয়ারি সকালে উপজেলা পাবলিক হলে সাধারণ সদস্য ও সংক্ষিত আসনের নব নির্বাচিত মেম্বারদের শপথ বাক পাঠ করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আহসান হাবীব জিতু।
শপথ গ্রহণ শেষে সকল চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা মেম্বারদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠান ও ফুলের শুভেচ্ছা বিনিময় শেষে পাবলিক হলে সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতুর সভাপতিত্বে বক্তব্যে রাখেন লোহাগাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান,লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক,উপজেলা আওয়ামীলীগের প্রচার-প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, চুনতি ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী , পদুয়া ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশিদ প্রকাশ আর্মি হারুন, কলাউজান ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ আবদুল ওয়াহেদ, পুটিবিলা ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক,চরম্বা ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মৌলানা মুহাম্মদ হেলাল উদ্দিন।
লোহাগাড়া প্রেস ক্লাব দপ্তর সম্পাদক মুহাম্মদ রায়হান সিকদারের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে লোহাগাড়া প্রেস ক্লাব প্রচার-প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম,বড়হাতিয়া ইউপির ২নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার আলহাজ্ব মামুনুর রশিদ চৌধুরী, পদুয়া ইউপির ৫নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার মুহাম্মদ কাউছার উদ্দিনসহ সকল মেম্বারগণ উপস্হিত ছিলেন।