রবিবার, ০২ এপ্রিল ২০২৩
প্রকাশিত : ২:২১ অপরাহ্ন রবিবার, ০২ এপ্রিল ২০২৩
শহীদুল ইসলাম বাবর
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করতে মাঠে নেমেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনপ্রিয় রাজনীতিবীদ ডা. আ ম ম মিনহাজুর রহমান। তিনি বেশ কয়েকটি ইউনিয়নে উঠান বৈঠক ছাড়াও শুক্রবার বিকালে ধর্মপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নাছির উদ্দিন টিপুর সমর্থনে আয়োজিত সমাবেশে যোগদান করেন। ডাক্তার মিনহাজ তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারনে শহর বন্দর গ্রামে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সংঘটিত হয়েছে। নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক, নৌকা হচ্ছে শান্তির প্রতীক, নৌকার পক্ষে রায় দিয়ে উন্নায়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। তার সাথে শত শত নেতাকর্মীও নৌকার প্রচারনার অংশ নেন।