মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

মাইক্রোবাসে তল্লাশিঃ ২০হাজার পিস ইয়াবাসহ চকরিয়ার মাদক কারবারী লোহাগাড়ায় আটক

প্রকাশিত : ১:২৯ পূর্বাহ্ন মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ১মাদক কারবারী কে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০হাজার পিস, মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

আটককৃত মাদক কারবারী কক্সবাজার চকরিয়া পুর্ব ভেওলা এলাকায় মৃত আহমদ হোসেন চৌধুরীর পুত্র জসিম আহমদ চৌধুরী (৪৫)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২০হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করে।

আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ ১৪ ডিসেম্বর সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

আরো পড়ুন