শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

লোহাগাড়া সমাজসেবা অফিস কর্তৃক ২২জনকে পল্লী মাতৃকেন্দ্র ঋণ বিতরণ

প্রকাশিত : ১২:১৬ পূর্বাহ্ন শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

চট্টগ্রামের লোহাগাড়ায় ২২জনকে সমাজসেবা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।

৯ নভেম্বর সকালে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অধিনে লোহাগাড়া উপজেলা নির্বাহী কার্যালয়ে মানুষকে স্বাবলম্বী করতে পল্লী মাতৃকেন্দ্র এসব ঋণ বিতরণ করা হয়।

ক্ষুদ্র ঋণগুলো বিতরণ করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু।

এসময় উপস্হিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া।

লোহাগাড়া উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন জানান,এলাকার দরিত্র মানুষকে হাসমু্রগী লালন-পালন, ক্ষুদ্র ব্যবসায় করার জন্য সমাজকল্যাণ মন্ত্রনালয় কর্তৃক ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় মোট ৬ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এদেশের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলেও তিনি জানান।

আরো পড়ুন