রবিবার, ১১ জুন ২০২৩

ক্রীড়ার মাধ্যমেই মাদক ও সন্ত্রাস নির্মূল করতে হবে: জসীম উদ্দীন

প্রকাশিত : ৭:৫২ পূর্বাহ্ন রবিবার, ১১ জুন ২০২৩

সাতকানিয়া প্রতিনিধি,দেশবাংলা ডটনেট

ছাত্র ও যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে ক্রীড়ার মাধ্যমে মাদক ও সন্ত্রাস প্রতিহত করার আহবান জানিয়েছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক জসীম উদ্দীন।

শুক্রবার(১৯/১০/২০১৮)বিকালে সাতকানিয়া আলীয়া মাদ্রাসা মাঠে জুনিয়র ফ্রেন্ডশীপ অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত ফাহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফাইনাল খেলায় যুব একতা সংঘকে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সতিপাড়া একাদশ।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো:শাহাজাহান,সাতকানিয়া পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর মাসুমা বেগম,ক্রীড়া সংগঠক মহিউদ্দীন,মিনহাজ,এহসান,ইমরান,চাহিল প্রমূখ।

আরো পড়ুন