মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
প্রকাশিত : ১১:২৩ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনার আওতায় ১৫জনের মাঝে ২২লক্ষ ১৫হাজার টাকা ঋণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে ।
১৮ আগস্ট বেলা ৩টার দিকে উপজেলা বিআরডিবির সভাকক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড লোহাগাড়া শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য,আইআইইউসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের চট্টগ্রামের উপ-পরিচালক মোরশেদ আলম।
স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সমাজকর্মী মুহাম্মদ আরমান বাবু রোমেল।
সাংসদের একান্ত সচিব,সাতকানিয়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান তারুণ্যের অহংকার এরফানুল করিম চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,উপজেলা বিআরডিবি কর্মকর্তা মুহাম্মদ নাছির উদ্দিন, লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আবদুল জব্বার,লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন, পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন, চুনতি ইউপি চেয়ারম্যান মুুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানি, আধুনগর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন,পুটিবিলা ইউপির চেয়ারম্যান হাজি মুহাম্মদ ইউনুচ, কলাউজান ইউপির চেয়ারম্যান মুহাম্মদ আবদুল ওয়াহেদ, চরম্বা ইউপির চেয়ারম্যান মাস্টার মুুহাম্মদ শফিকুর রহমান,উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রাসু, দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু,উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক,বান্দরবান গ্র্যান্ডভ্যালীর চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব মুহাম্মদ জাহাঙ্গীর আলম,সাংসদের একান্ত সহকারী সচিব এসএম শাহাদাৎ হোসাইন শাহেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী, যুগ্ন সাধারণ,সম্পাদক বোরহান ছোবাহান, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হারুন সাঈদী, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন ফাহিমসহ সকল জনপ্রতিনিধি,সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সাংসদে প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেছেন, ঋণ গ্রহীতাদের স্বাবলম্বী করুন। এখন আর স্বপ্ন নয়,স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ এগিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ় প্রতীক্ষায় বিআরডিবির কার্যক্রম এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।জাতির পিতার স্বপ্ন ছিল একটি ক্ষুধা,দারিদ্রমুক্ত দেশ গড়ার। সেই লক্ষে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।সারাদেশে বড় বড় মেঘা-প্রকল্পের কাজ চলছে। পদ্মা সেতু নিয়ে গভীর ষড়ষন্ত্র চালাচ্ছে। এসব প্রতিরোধো মাননীয় প্রধানমন্ত্রী সবসময় সোচ্চার রয়েছেন। পদ্মা সেতুর ষড়ষন্ত্র কারীদের কোন প্রকার মাননীয় প্রধানমন্ত্রী ছাড় দিবেননা।
তিনি আরও জানান, ঋণ গ্রহীতারা এ ঋণ নিয়মিত কিস্তি পরিশোধ করে পুনরায় আরো বেশি ঋণ সুবিধা পাবার সুযোগ নিতে পারবেন। উপস্থিত ঋণ গ্রহীতা উদ্যেক্তারা ঋণের টাকা সঠিকভাবে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী ঘোষিত পদক্ষেপ সফল করতে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলা ও ঋণ পরিশোধ করতে সকলকে অনুরোধ জানান।
ঋণ বিতরণ অনুষ্ঠানে শেষে উপজেলা পরিষদে মাছের পোনা অবমুক্তকরণ ও ঢেউটিন বিতরণ করেন
চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সাংসদে প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।