মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
প্রকাশিত : ১০:৫৮ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
লোহাগাড়া প্রতিনিধিঃ
আগামীকাল ১৮ আগস্ট রোজ বুধবার বেলা ৩টার দিকে সরকারী প্রোগ্রামে অংশগ্রহণ করতে লোহাগাড়ায় আসবেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য, আইআইইউসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
বিষয়টি সাংসদের একান্ত সচিব সাবেক ছাত্রনেতা এরফানুল করিম চৌধুরী মুঠোফোনে উক্ত প্রতিবেদককে জানিয়েছেন।
তিনি জানান, মাননীয় এমপি আগামীকাল বুধবার বেলা ৩টার সময় মহোদয় সরকারী প্রোগ্রামে অংশগ্রহণ করতে উপজেলার কয়েকটি প্রোগ্রামে যোগ দিবেন।উপজেলা বিআরডিবির হল রুমে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রনোদনার আওতায় পল্লী উদ্যোগক্তাদের মাঝে ঋন বিতরণ, দূর্যোগ মন্ত্রনালয়ের অধীনে ঢেউটিন বিতরন,উপজেলা পরিষদ পুকুনে মৎস্য মন্ত্রনালয়ের অধীনে মাছের পোনা অবমুক্তকরণসহ কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। পরে মাননীয় এমপি মহোদয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সবাইকে স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে উপস্হিত থাকার জন্য মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি।