মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
প্রকাশিত : ১০:০৮ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
কামাল উদ্দিন, সাতকানিয়া প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে জাতীয় শোক দিবস উদযাপিত হয়। সকাল ৮টায় খতমে কোরআনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সুচনা হয়। সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এবং বিকাল ৩টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি। উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি অ্যাডভোকেট আহমদ সাইফুদ্দিন সিদ্দিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী। আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাস্টার ফরিদুল আলম, হাজী দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, সাইফুদ্দিন শাহী, সাতকানিয়া পৌরসভার মেয়র চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দিন, ফয়েজ আহমদ লিটন, এম হোসেন কবির, সাংগঠনিক সম্পাদক জাফর আলম, সম্পাদক মন্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, সালাউদ্দিন শাহরিয়ার চৌধুরী, আব্দুল মান্নান, নজরুল সিকদার, সারাওয়ার উদ্দিন চৌধুরী, শাহাদাত হোসেন চৌধুরী, এ এইচ এম আজাদ চৌধুরী, মনজুর কামাল, নঈমুল হক চৌধুরী, শফিকুল ইসলাম তৌহিদ, আমানে আলম, আবুল কালাম ডালু এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ যথাক্রমে এম ইলিয়াছ চৌধুরী, হাফেজ আহমদ, তাপস কান্তি দত্ত, আকতার হোসেন, মোসাদ হোসেন চৌধুরী, নজরুল ইসলাম মানিক, মাহবুবুল হক সিকদার, রমজান আলী, রিদোয়ান উদ্দিন, মনির উদ্দিন, নাছির উদ্দিন। আরও উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম, একেএম আসাদ, আব্দুল গফুর, আ স ম ইদ্রিস, ওসমান আলী, সাইফুল ইসলাম সুমন, নবাব উদ্দিন রকিব, আরিফুর রহমান সুমন, আবু ছালেহ শান, নুর হোসেন, সোহরাব হোসেন মিন্টু, নাসির উদ্দিন, আবুল কালাম, ডিনার, মোরশেদ সিকদার, এস এম আজিজ, সোহরাব হোসেন চৌধুরী, তোফাজ্জল হোসেন চৌধুরী, ইমতিয়ার ফারুক ইমু ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১৫ আগস্টের সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী বিশেষ মোনাজাত পরিচালনা করেন।