শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ৯:৫৮ অপরাহ্ন শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্হ লস্কর পাড়া এলাকায় স্বামী কর্তৃক স্ত্রী ও শ্বাশুড়িকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।
আহতরা হল লস্কর পাড়ার ফরিদুল আলমের স্ত্রী আনিছা বেগম(৪০) ও তার মেয়ে জেসমিন আকতার (২২)।
জেসমিন আকতার ১ সন্তানের জনক ।
জানা যায়, ২০১৯ সালে বড়হাতিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্হ হাটখোলা মুড়া এলাকার নুরুল কবিরের পুত্র মুহাম্মদ আবদুর রহিমের সাথে একই ইউনিয়নের লস্কর পাড়ার ফরিদুল আলমের মেয়ে জেসমিনের বিয়ে হয়। বিয়ের পরে তাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তার স্বামী স্ত্রীকে শারিরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছিল। গত ১৩ আগস্ট তার স্বামী তার স্ত্রীকে শারিরিক নির্যাতন চালায়। তার স্ত্রী মারধরের বিষয়টি পরের দিন তার মা -বাবাকে খবর দিলে তারা সেখানে যায়। পরক্ষণে তার শ্বাশুড়ি ও তার স্ত্রীকে মারধর করে। ঘটনার খবর পেয়ে বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী তার স্বামীর বাড়ী থেকে স্ত্রী শ্বশুর-শ্বাশুড়িকে উদ্ধার করে বাপের বাড়ী লস্কর পাড়ায় পাঠিয়ে দেয়। পরবর্তী যেকোন একদিন চেয়ারম্যান জুনাইদ গন্যমান্য ব্যক্তিবর্গগণের সাথে বৈঠক করে সমাধান করে দেওয়ার কথা বলে চলে আসেন।
আহত জেসমিন আকতার জানান, আমার স্বামী বিয়ের পর থেকে যৌতুক চেয়ে আমাকে শারীরিক ভাবে নির্যাতন করে আসছে। গতকাল রাতেও আমার মা বাবা আমার শ্বশুর বাড়ীতে বেড়াতে গেলে তাদেরকেও মারধর করে।এমনকি আমাকে প্রতিদিন নেশাগ্রস্ত হয়ে মারধর করে। সন্তানের মুখের দিকে তাকিয়ে দীর্ঘদিন সহ্য করে যাচ্ছি।
স্হানীয় ইউপি সদস্য মুহাম্মদ রফিক উদ্দিন জানান, আমার ওয়ার্ডের এক মেয়ে জেসমিন আকতারকে তার স্বামী বিয়ের পর থেকে মারধর করে আসছে। গতকালেও জেসমিনের মা বাবা মারধরের বিষয়ে খবর দিলে তারা সেখানে গেলে তাদেরকেও মারধর করে। বিষয়টি চেয়ারম্যান মহোদয় অবগত রয়েছেন।
বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী জানান, গত শনিবার রাতে হাটখোলা মুড়াস্হ শ্বশুর বাড়িতে মা বাবা বেড়াতে গেলে শ্বাশুড়িকে মারধর করে বলে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে জেসমিনকে তার মা বাবাসহ বাপের বাড়ীতে পাঠিয়ে দিই। তবে, আবদুর রহিমের মাকেও নাকি তারা আহত করেছেন। বিষয়টি আগামী মঙ্গলবার বিকেলে গন্যমান্য ব্যক্তিবর্গ, স্হানীয় মেম্বারদেরকে নিয়ে সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন তিনি।
অন্যদিকে, অভিযুক্ত আবদুর রহিম মুঠোফোনে জানান, স্বামী-স্ত্রীর সাথে ঝগড়াঝাঁটি একটু আডটু হবে এটাই স্বাভাবিক। ঘটনার সাথে তারা জড়িত না। বড় ধরণের কোন কিছু হয়নি। বরণ আমার শ্বশুর বাড়ির লোকজন আমার বাড়ীতে এসে আমার মাকে মারধর করেছে বলে তিনি উক্ত প্রতিবেদকের কাছে দাবী করেন।