মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

জেলার শ্রেষ্ট ওসি জাকের হোসাইন মাহমুদকে লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের পক্ষে উঞ্চ ফুলের শুভেচ্ছা

প্রকাশিত : ১০:২৫ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

 

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

মাদক ও ইয়াবা উদ্ধারে অনন্য ভূমিকা রাখায়, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্হান এবং অনেক ডাকাত ও চোরদেরকে অস্ত্রসহ আটক করে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ট ওসি ও রেঞ্জের দ্বিতীয় স্হানে নির্বাচিত হয়েছেন লোহাগাড়া থানার চৌকুস পুলিশ কর্মকর্তা ওসি জাকের হোসাইন মাহমুদ।১২ আগস্ট সকালে মাসিক কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মুহাম্মদ আনোয়ার হোসাইনের কাছ থেকে রেঞ্জের দ্বিতীয় হয়ে পুরুষ্কার গ্রহণ এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, পিপিএম-সেবার কাছে থেকে জেলার শ্রেষ্ট ওসির পুরুষ্কার গ্রহণ করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি), মানবিক পুলিশ কর্মকর্তা,লোহাগাড়ার আইন শৃঙ্খলার কর্ণধার জাকের হোসাইন মাহমুদ।

আজ ১৪ আগস্ট সন্ধ্যায় জেলার শ্রেষ্ট স্বীকৃতি ও রেঞ্জের ২য় স্বীকৃতির এওয়ার্ড অর্জনকারী থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ কে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে এক ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।

 

 

এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু,দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য নুরুল আবছার,চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, চরম্বা ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আছহাব উদ্দিন, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, প্রচার সম্পাদক সাজ্জাদুর রহমান অভি, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি হামিম হোসেন রবিনসহ অনেকেই।

উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ওসি জাকের হোসাইন মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় তিনি সকল নেতৃবৃন্দদেরকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরো পড়ুন