বুধবার, ২২ মার্চ ২০২৩

বিশ্ব হাতি দিবস-২১ উপলক্ষে বড়দুয়ারায় সচেতনামুলক আলোচনা সভা

প্রকাশিত : ১২:৪১ পূর্বাহ্ন বুধবার, ২২ মার্চ ২০২৩

 

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

চট্টগ্রামের সাতকানিয়ায় বিশ্ব হাতি দিবস-২০২১ পালন করা হয়েছে।

” হাতি করলে সংরক্ষন,রক্ষা পাবে সবুজ বন“ দিবসটি উপলক্ষ্যে ১২ আগস্ট সকালে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ, পদুয়া রেঞ্জের আওতাধীন বাজালিয়া বড়দুয়ারা বিট কাম চেকষ্টশন প্রাঙ্গণে সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ পদুয়া, সহকারী বনসংরক্ষক কর্মকর্তা একেএম আজহারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস দত্ত, বড়দুয়ারা স্টেশন কর্মকর্তা আশরাফুল ইসলাম।

 

 

সভায় পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ২০১২ সাল থেকে প্রতিবছর ১২ আগষ্ট সারাবিশ্বে পালিত হয়ে আসছে এ দিবসটি। বাঘ, সিংহের পর যে প্রাণীটির ছবি সকলের চোখে ভেসে উঠে তা হলো হাতি। বিশালাকার দেহ, বিশাল দুটি কান, বিশাল দুটি দাঁত এবং বিশাল একটি শুঁড়। হাতির সবকিছু বিশালাকৃতির হলেও, এই হাতিই আজ বিলুপ্তির পথে। বিরল ও সবচেয়ে দীর্ঘকায় এই বণ্যপ্রাণীটিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।বন্যপ্রাণীদের রক্ষা করতে হলে বন্য প্রানীর প্রতি একটু সদয় হতে হবে।হাতি সংরক্ষনে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

আরো পড়ুন