বুধবার, ২২ মার্চ ২০২৩
প্রকাশিত : ১২:০৪ পূর্বাহ্ন বুধবার, ২২ মার্চ ২০২৩
লোহাগাড়া প্রতিনিধিঃ
মুজিব শতবর্ষে লোহাগাড়ায় নৃতাত্ত্বিক ৫পরিবারের সদস্যরা পেলো প্রধানমন্ত্রীর উপহার।
৯ আগস্ট বেলা ৩টার দিকে উপজেলার বড়হাতিয়ায় ২,চুনতিতে ২টি ও পুটিবিলা ইউপি ১টিসহ মোট ৫টি বিশেষ ডিজাইনের ঘর উদ্বোধন করা হয়েছে।
নৃতাত্ত্বিক পরিবারের মাঝে এসব ঘরের চাবি হস্তান্তর করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু।
এসময় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জুনাইদ চৌধুরী ও বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সারাদেশে মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে গৃহহীন ও ভূমিহীনদের ঘর প্রদান করে নজিরবিহীন দৃষ্টান্ত স্হাপন করেছেন। তারই অংশ হিসেবে মুজিববর্ষে ক্ষুদ্র নৃতাত্ত্বিক পরিবারের মাঝে ৫টি ঘর প্রদান করা হয়েছে। ইউএনও স্যার এসব ঘরগুলো উদ্বোধন করে তাদেরকে চাবি হস্তান্তর করেছেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।বর্তমান সরকার অসহায় ও দুঃখী মানুষের সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় এখন সারাদেশে উন্নয়নের রোল মডেল। সরকার অসহায় মানুষকে ঘর দিচ্ছেন এটা অনেক বেশি প্রশংসনীয়। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলার ৯ইউপির বিভিন্ন এলাকায় অাশ্রয়ণ প্রকল্প নির্মাণ করেছেন।সেখানে অসহায় পরিবারের লোকজন সাচ্ছন্দ্যে বসবাস করে যাচ্ছেন। আজকেও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলার চুনতি, বড়হাতিয়া ও পুটিবিলার ক্ষুত্র নৃতাত্ত্বিক পরিবারের মাঝে ৫টি ঘর উদ্বোধনের মাধ্যমে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
ক্ষুদ্র নৃতাত্ত্বিক ৫ পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর দেওয়া উপহারস্বরুপ ঘর পেয়ে মহাখুশী।