মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

বিপ্লব বড়ুয়ার সহায়তায় লোহাগাড়ায় স্বেচ্ছাসেবকলীগের ফ্রি অক্সিজেন সেবা চালু

প্রকাশিত : ৯:৫৯ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

 

 

নিজস্ব প্রতিবেদকঃ

 

লোহাগাড়া সদর সওদাগর পাড়ার ছফুরা বেগম এবং আধুনগরের নাছিমা বেগম। তারা দু`জনের শ্বাসকষ্টে কষ্ট পাচ্ছে। খবর পেয়ে তাদের বাড়ীতে ফ্রি অক্সিজেন সেবা নিয়ে ছুটে যান উপজেলা স্বেচ্ছাসেবকলীগের একটি টিম। ফ্রি অক্সিজেন পাওয়ায় তারা একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন।

চট্টগ্রামের লোহাগাড়ায় স্বেচ্ছাসেবকলীগের
উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করা হয়েছে।
মূলত লোহাগাড়ায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়া তারা এই সেবা চালুর উদ্যোগ নিয়েছেন। যাদের জরুরি ভিত্তিতে অক্সিজেন প্রয়োজন তাদের নিকটে বিনামূল্যে এই অক্সিজেন পৌঁছে দেওয়া হচ্ছে।

৮আগস্ট সকালে বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার সহযোগীতায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ কার্যক্রমে উদ্বোধন করা হয়।

অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজনের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক রতসেন বড়ুয়া ও ওমর ফারুকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা স্বাস্হ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন হিরু।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শহীদুল কবীর সেলিম, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিয়া ফারুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বেলাল উদ্দিন, হারুনর রশীদ, সাইফুল ইসলাম জিয়া, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসাইন অভি, কামাল উদ্দীন, চুনতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক সভাপতি হুমায়ূন রশীদ, আধুনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিদওয়ানুল হক রুবেল, চরম্বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বেলাল উদ্দিন, আধুনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোরশেদ আলম, চুনতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন,
চরম্বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসসহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজিম উদ্দীন, মিনহাজ উদ্দিন, বেলাল উদ্দিন, শাহ আলম, হেলাল উদ্দিন, মোঃ আসিফসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রিয় নেতা ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার সহযোগীতায় স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে
সামাজিক দায়বদ্ধতায় এই ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম চালু করা হয়েছে। কারণ আমাদের এলাকায় দিন দিন করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ অনেক কষ্ট।ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধনের পর ইতিমধ্যে লোহাগাড়া সদর ও আধুনগরের ২মহিলাকে ফ্রি অক্সিজেন সেবা প্রদান করা হয়েছে। করোনা রোগীদের বাড়িতে ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম পৌঁছে দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক লীগের টিম গঠন করে দেওয়া হয়েছে। তারা রোগীদের বাড়িতে অক্সিজেন পৌঁছানোর পাশাপাশি সেটি সেট করে দিবেন স্বেচ্ছাসেবকলীগের সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) মোঃ আহসান হাবীব জিতু বলেন, করোনাকালে এটি একটি অনেক প্রশংসিত উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব দাদার সহযোগীতায় স্বেচ্ছাসেবকলীগের টিম ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম চালু করেছে। আমি এই উদ্যোগকে স্বাগত জানাই। আর এ ভালো কাজের সাথে উপজেলা প্রশাসন সবসময় রয়েছে বলেও তিনি জানান।

আরো পড়ুন