মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

করোনায় প্রবাস ফেরত লোহাগাড়ার যুবকের মৃত্যু

প্রকাশিত : ১০:৫২ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

চট্টগ্রামের লোহাগাড়ায় করোনা আক্রান্ত হয়ে প্রবাসী মনির আহমদ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল সন্ধ্যায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্হানীয় এলাকার বাসিন্দা কামাল উদ্দিন আকাশ।

জানা যায়, মনির আহমদ উপজেলার সদর ইউনিয়ন মজিদার পাড়ার মৃত শফিক আহমদের পুত্র । কিছুদিন পুর্বে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে পরিবারকে নিয়ে দেশে ফিরেন।

উপসর্গ থাকায় মনির আহমদের নমুনা পরীক্ষা করতে দিলে করোনা পজিটিভ আসে। পরে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে চট্টগ্রাম এটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্হায় তিনি মৃত্যু বরণ করেন।

নিহত মনির আহমদ এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগীতার প্রসারিত করেছেন। সবসময় মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত রাখছেন।
এমন একজন মানবতার মানুষকে হারিয়ে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

৮ আগস্ট সকাল ১১টার দিকে নিহত মনির আহমদের নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্হানে তার দাফন সম্পন্ন করা হয়েছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

আরো পড়ুন