মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
প্রকাশিত : ১০:৫৬ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
একদিকে করোনার থাবা, আরেক দিকে ভারী বর্ষণের কারণে অনেক অসহায় পরিবারের লোকজন পানিবন্দি।
লকডাউনে সাধারণ মানুষ ঘরবন্দি রয়েছে। আবার এরমধ্যে অনেক পরিবার অসহায়ত্বের জীবন-যাপন করছেন। তারই ধারাবাহিকতায় লোহাগাড়ায় কর্মহীন হয়ে পড়া পরিবারকে খাদ্য সহায়তা প্রদানের কার্যক্রম শুরু করা হয়েছে।
৫আগস্ট সকালে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবদুস সালামের পক্ষ থেকে নির্বাচনী এলাকা-১৫ এর আওতায় উপজেলার আধুনগর, আমিরাবাদ ও লোহাগাড়া সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কর্মহীন ও হত দরিদ্র পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে ।
কর্মহীন পরিবারগুলোকে খাদ্য সহায়তা প্রদান করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার কামাল।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ নাজিম উদ্দিন, আমিরাবাদ ইউপির চেয়ারম্যান এসএম ইউনুচ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী,বড়হাতিয়ার কৃতি সন্তান মিরান হোসেন মিজানসহ সকল ইউপি সদস্যাবৃন্দরা।
চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার কামাল জানান, করোনার প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। লকডাউন মেনে সাধারণ মানুষ ঘরবন্দি রয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে লোহাগাড়ার কর্মহীন ও হত দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আজকে লোহাগাড়া সদর, আধুনগর ও আমিরাবাদ ইউপির অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতে খাদ্য সহায়তা প্রদান করা হবে বলেও তিনি জানান।