মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
প্রকাশিত : ১০:৩৭ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ ওবায়দুল ইসলাম বলেছেন,
বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের জনগণের উপস্থিতি মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এলাকার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু, পুলিশের সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। কোন জায়গায় অপ্রিতিকর কোন কিছু উপলব্ধি করলে সাথে সাথে পুলিশের সরকারি ফোন নাম্বারে জানানোর জন্য পরামর্শ দেন তিনি। নির্ভয়ে থানায় এসে পুলিশি সেবা গ্রহণ করুন। ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ, জঙ্গী ও নারী নির্যাতন দমনে সবাইকে এক যোগে কাজ করার আহব্বান জানান।
৪ আগস্ট (বুধবার) সকালে লোহাগাড়া থানা পুলিশের আয়োজনে কলাউজান ইউপির কার্যালয়ে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
এসময় উপস্হিত ছিলেন কলাউজান ইউপির চেয়ারম্যান আলহাজ্ব এম.এ ওয়াহেদ, লোহাগাড়া থানার এসআই ও বিট পুলিশিং অফিসার ভক্ত চন্দ্র দত্ত, এএসআই শিপক চন্দ্র দাশ, রাজনীতিবিদ জাহাঙ্গীর আমিন ও কলাউজান ইউপির সকল মেম্বারগণ।