মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

লোহাগাড়ায় করোনা টিকা নিতে হাসপাতালে মানুষের ভিড়

প্রকাশিত : ১১:৩৬ অপরাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মধ্যে করোনা টিকা নেয়ার ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

গেল জুলাই মাস থেকে ৪আগস্ট পর্যন্ত করোনার স্যাম্বল নিয়েছে ৫৮২ জন। এর মধ্যে পজেটিভ ২৮৭ পজেটিভ।

এতে টিকা নিতে আসা মানুষের ভিড় লক্ষ্য করা গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত কয়েকদিন রেজিষ্ট্রেশনের কাগজ নিয়ে টিকা নিতে আসা মানুষদের কম্পিউটারে এন্ট্রি করাতে হাসপাতালের অফিস রুমের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে দেখা গেছে। পরিস্থিতি বিবেচনায় হাসপাতালের টিকা কার্যক্রম পরিচালনা ও স্বাভাবিক ভর্তি রোগীর সাথে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা দিতে উপ-স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক গুলোতে কর্মরতদের সেবা প্রদানে নিয়োজিত করা হয়েছে।এরপরও হাসপাতালে টিকা কার্যক্রম ও চিকিৎসা সেবা দিতে ষ্টাফদের হিমশিম খেতে হচ্ছে।হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

স্বাস্ব্য কমপ্লেক্সে সুত্রে জানা গেছে, কোভিড-১৯ (সিনোফার্ম) টিকা মানুষের দৌড়গোড়ায় পৌঁছানোর জন্য আগামী ৭ আগস্ট থেকে লোহাগাড়ায় ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হবে। ১৮ বছরের উর্ধ্বে যাদের জাতীয় পরিচয় পত্র আছে তাদেরকেই এ টিকা প্রদান করা হবে। ইউনিয়ন পর্যায়ে টিকাদান: বড়হাতিয়া ৭, ৯ ও ১০ আগস্ট। আমিরাবাদ ৮, ৯ ও ১১ আগস্ট। পদুয়া ৮,৯ ও ১১ আগস্ট চরম্বা ৭, ৮ ও ১০ আগস্ট। কলাউজান ৭, ৮ ও ১০ আগস্ট। লোহাগাড়া ৮, ৯ ও ১১ আগস্ট। পুটিবিলা ৭, ৮ ও ১০ আগস্ট। চুনতি ৭, ৯ ও ১০ আগস্ট এবং আধুনগর ৭, ৯ ও ১০ আগস্ট। ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি প্রতিটি কেন্দ্রে সিডিউল (সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত) অনুসারে ৩ দিন কোভিড-১৯ (সিনোফার্ম) টিকা প্রদান করা হবে।

লোহাগাড়া উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ জানান,আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসুচি পালন করা হবে। শুধু মাত্র যাদের এনআইডি কার্ড আছে তাদেরকেই টিকা দেওয়া হবে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমন থেকে রক্ষার জন্য ১৮ বছরের উর্ধ্বে সকলকে এনআইডি ও ব্যবহৃত মোবাইল সঙ্গে এনে স্ব-স্ব ইউনিয়ন পরিষদে টিকাদান কার্যক্রম থেকে টিকা গ্রহন করতে পারবে।
স্বাস্ব্য কমপ্লেক্সে নিবন্ধন ছাড়া টিকা দেওয়া যাবেনা।ই যদি টিকার নিবন্ধন আগে আনলে অগ্রাধিকার ভিত্তিতে আগেই টিকা প্রদান করা হবে।

ডাঃ মোহাম্মদ হানিফ আরও জানান, যারা বেশি অসুস্থ,গর্ভবতী মহিলারা কোন অবস্হাতেই টিকা দিতে পারবে না। তাদের টিকা প্রদানের বিষয়ে এখনো কোন নির্দেশনা আসেনি। যাদের এনআইডি কার্ড নাই তাদেরও পর্যায়ক্রমে (কোভিড-১৯) টিকা দেওয়া হবে। আগের তুলনায় টিকা গ্রহণে আগ্রহীর সংখ্যা বাড়ছে। মানুষের মনে যে শঙ্কা ছিল তা দূর হয়ে গেছে। এখন ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদান করা হবে। বয়স সীমা কমানোর কারণে মানুষের মধ্যে আরও আগ্রহ বেড়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: একেএম আবদুল্লাহ আল মামুন, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক খোকন সুশীল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম ও দপ্তর সম্পাদক রায়হান সিকদার প্রমূখ।

আরো পড়ুন