মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
প্রকাশিত : ১১:৩৭ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় পাওয়ার টিলারের ধাক্কায় আবদুল্লাহ ( ৫২ ) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় পাওয়ার টিলারটি পুকুরে পড়ে যায়।
মঙ্গলবার ( ৩ আগস্ট ) সন্ধ্যায় চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ কিল্লার আনন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ ওই এলাকার মৃত সাবের হোসেনের পুত্র। চট্টগ্রামের টেরী বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন। ঘটনার সময় মসজিদ থেকে নাসাজ পড়ে বের হয়ে বাড়ীতে ফিরছিলেন।
সাবেক মেম্বার মো: নোমান বলেন , মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে বাড়ি থেকে বের হর তিনি৷
নামজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে আসার পথে পিছন দিয়ে দ্রুত গতির একটি পাওয়ার টিলার তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।তাকে উদ্ধার করে সদরের একটি বেসরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এস এম ইউনুছ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি ও দোহাজারী হাইওয়ে থানার এস আই ফারুক নিহতের পরিবারের সাথে কথা বলি।
নিহত ব্যবসায়ীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।