মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
প্রকাশিত : ১১:০২ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ২নং ওয়ার্ডস্হ নাথ পাড়ায় অতিরিক্ত বৃষ্টির কারণে বাক-প্রতিবন্ধি অসহায় ২ পরিবারের বসতঘর ভেঙ্গে গেছে। এরপর থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা মানবেতর জীবন-যাপন করছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে একজন রুপনের পরিবারের অপরজন শ্রীধামের পরিবারের। রুপন বাক-প্রতিবন্ধি, শ্রীধামের তিন কন্যাও বাক-প্রতিবন্ধি। নুন আনতে পানতা ফুরায়।
তাদের অসহায়ত্বের বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে ধ্বসে পড়া ঘর পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া।
৩ আগস্ট সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্হাপনা কর্তৃক উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে নগদ অর্থ ও খাবার সামগ্রী প্রদান করা হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থের চেক ও শুকনো খাবার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া।
ইউএনও জিতু জানান, লোহাগাড়ার এক সংবাদ কর্মী মুহাম্মদ রায়হান সিকদার ধ্বসে যাওয়া ঘরের একটি প্রতিবেদন করেন । তাৎক্ষনিক প্রতিবেদন টা আমি পড়ে সেখানে পিআইও শাওনকে সাথে নিয়ে পরিদর্শন করি। তারা সত্যিই অনেক অসহায়। মানবেতর জীবন-যাপন দেখে, বিশেষ করে দু`পরিবারের মাঝে চারজনেই বাক-প্রতিবন্ধি দেখে আমি আবেগ আপ্লুত হয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ টাকার চেক ও শুকনো খাবার প্রদান করা হয়েছে বলেও তিনি জানান।
নগদ অর্থ ও খাদ্য সামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অনেক খুশী।