মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

এমপি নদভীর নির্দেশে চুনতিতে ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে জিআর চাল বিতরণ

প্রকাশিত : ১০:৩৬ অপরাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

 

চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতিতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ২ শতাধিক পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করা হয়েছে।

২ আগস্ট সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্হাপনা মন্ত্রনালয় কর্তৃক চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির নির্দেশে চুনতিতে বিভিন্ন এলাকায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবার কে এসব জিআর চাল বিতরণ করা হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করেন চুনতি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী।

এসময় চুনতি ইউপির সেক্রেটারি বিকাশ বড়ুয়া, ইউপির ৯নং ওয়ার্ড মেম্বার মুহাম্মদ জানে আলম প্রকাশ জানু, ইউপি সদস্য মুহাম্মদ আবদুল মন্নান সিকদার ও চুনতি ইউপির ৭,৮,৯নং ওয়ার্ড সংরক্ষিত আসনের মহিলা মেম্বার হোসনে আরা বেগম উপস্হিত ছিলেন।

চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী জানান, উপজেলার চুনতি ইউনিয়নে বিভিন্ন এলাকায় কয়েকদিনের ভারী বর্ষণের কারণে অনেক পরিবার পানি বন্দি হয়েছিল। আজকে সকালে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে ক্ষতিগ্রস্ত ২ শতাধিক পরিবারকে জিআর চাল প্রদান করা হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জিআর চাল পেয়ে অনেক খুশী।

আরো পড়ুন