মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

এমপি নদভীর নির্দেশে চুনতি মুন্সেফ বাজার থেকে সাহেব গেইট সড়ক মেরামতের উদ্যোগ নিলেন  আরজু

প্রকাশিত : ১১:২২ অপরাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

 

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

কয়েকদিনের টানা ভারী বর্ষণে লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও সড়কের বিভিন্ন অংশে গর্তে আকারে পরিণত হয়েছে।
উপজেলার চুনতি ইউনিয়নের মুন্সেফ বাজার থেকে শাহ সাহেব গেইট পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন অংশে গর্তে পরিণত হয়েছে।

জনগণের চলাচলের সুবিধার্থে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য, উন্নয়নের সফল কান্ডারী প্রফেসর ড.আবু রেজা মুুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির নির্দেশে উক্ত সড়কের ভেঙ্গে যাওয়া অংশগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছেন লোহাগাড়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক, সাবেক ছাত্রনেতা ও চুনতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফজলে এলাহী আরজু।

তিনি আজ ৩১জু্লাই বিকেলে সড়কের গর্তে বালি ও কংকর দিয়ে ভরাট করে দেন।

উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক ফজলে এলাহী আরজু জানান, অসহায় মানুষের পাশে থাকাটাই আমার প্রধান লক্ষ্যে ও উদ্দেশ্যে। চুনতি ইউনিয়নের মুন্সেফ বাজার থেকে শাহ সাহেব গেইট পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। সাধারণ জনগণের চলাচলের কথা বিবেচনা করে আমার নেতা প্রফেসর ড.আবু রেজা নদভী এমপি মহোদয়ের নির্দেশে উক্ত সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। গর্তগুলোতে বালি ও কংকর দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

আরো পড়ুন