মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

ওসির নির্দেশে চুনতিতে রক্ষা পেলো শাকিল-রাজিয়া দম্পতির সংসার

প্রকাশিত : ১০:০৩ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

নারী নির্যাতন,যৌতুক প্রথা ও বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধী।সমাজের প্রত্যেক মানুষের সচেতনতার জন্য এসবের বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরী। লোহাগাড়া থানায় সাধারণ জনগনের মাঝে পুলিশি সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ।
ওসি জাকের হোসাইন মাহমুদের বিচক্ষণতায় চুনতিতে দীর্ঘদিনের পারিবারিক সমস্যা সমাধান করে দিয়েছেন লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই যুযুৎসু যশ চাকমা।

জানা যায়,চুনতি দক্ষিণ সাতগড় নয়া পাড়ার আবু তালেবের পুত্র রাজিয়া বেগমের সাথে একই এলাকার আলতাফ হোসেনের পুত্র মুুহাম্মদ শাকিলের সাথে বিগত আড়াই বছর পুর্বে ইসলামি শরীয়াহ মোতাবেক বিবাহ সম্পন্ন হয়। তাদের সংসারে ১ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। স্ত্রীকে প্রতিনিয়ত তার স্বামী মারধর করে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। স্ত্রীকে মারধরের ঘটনা নিয়ে গত ২১জুলাই রাজিয়া সোলতানা বাদী হয়ে তার স্বামী শাকিলকে বিবাদী করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বিষয়টি দ্রুত সমাধানের জন্য লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই যুযুৎসু যশ চাকমা কে ওসি জাকের হোসাইন মাহমুদ তদন্তপুর্বক নির্দেশ প্রদান করেন।

৩১ জুলাই বৈঠকের মাধ্যমে ওসির নির্দেশে স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্হিতিতে দীর্ঘদিনের পারিবারিক কলহ সমাধান করে দেন লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই যুযুৎসু যশ চাকমা।

ভুক্তভোগী রাজিয়া সোলতানা জানান, আমি আমার সংসার ফিরে পেয়ে অনেক খুশী। আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের পারিবারিক কলহ সমাধান করে দেওয়ার জন্য ওসি স্যার ও যশ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি।

লোহাগাড়া থানার জানান, নারী নির্যাতন , যৌতুক প্রথা, পারিবারিক কলহ, বাল্যবিবাহ এগুলো সামাজিক ব্যাধী। এসবের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে । কিছুদিন ধরে চুনতিতে সাতগড় এলাকায় শাকিল ও রাজিয়া সোলতানা দম্পতির সাথে পারিবারিক কলহ সৃষ্টি হয়।
রাজিয়া বেগম থানায় লিখিত অভিযোগ করলে ওসি স্যারকে বিষয়টি দ্রুত সমাধানের জন্য আমাকে নির্দেশ দেন।ওসি স্যারের নির্দেশে শাকিল ও রাজিয়া সোলতানার পারিবারিক বিরোধ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগণকে সাথে নিয়ে বৈঠকের মাধ্যমে সমাধান করে দিয়েছি।

আরো পড়ুন