মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

২০৫০পিচ ইয়াবাসহ লোহাগাড়ায় মাদক কারবারী আটক

প্রকাশিত : ১০:৪৮ অপরাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২হাজার ৫০পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত মাদক কারবারীর নাম আলী হোসেন (২০)। সে কক্সবাজার জেলার টেকনাফ পশ্চিম পাড়ার ওমর আলীর পুত্র।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১টার দিকে থানার এসআই দুলাল বাড়ৈ`র নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী হাইয়েস থামিয়ে সেখানে তল্লাশি চালিয়ে ২হাজার ৫০পিচ ইয়াবাসহ মাদক কারবারীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।

আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ৩১জুলাই সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

আরো পড়ুন