বুধবার, ২২ মার্চ ২০২৩

৪০৫০পিচ ইয়াবা জব্দ, লোহাগাড়ায় মাদক কারবারী আটক

প্রকাশিত : ১২:২৩ পূর্বাহ্ন বুধবার, ২২ মার্চ ২০২৩

 

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৪ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারীর নাম মো. কায়সার (২৭)। সে কক্সবাজারের উখিয়া হলুদিয়া পালং পূর্ব মরিচ্যা এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে।

গত ২৯ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদের নেতৃত্বে এসআই সামছুদৌহা সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

ওসি মো. জাকের হোসাইন মাহমুদ জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে থানা পুলিশের একটি টিম ৪০৫০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারীকে আটক করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলেো জানান তিনি।

 

আরো পড়ুন