মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

আমিরাবাদ ও চুনতি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটি ঘোষণা

প্রকাশিত : ৯:৪৯ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ও আমিরবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার ( ৩০ জুলাই ) উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির স্বাক্ষরিত কমিটি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্যাডে লিখিতভাবে এ কমিটি ঘোষণা দেয়া হয়।

আমিরাবাদ ইউনিয়নের সভাপতি করা হয়েছে মো: সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক করা হয়েছে মাঈন উদ্দিন হাসানকে। চুনতি কমিটিতে সভাপতি করা হয় হুমায়ুন রশিদ ও সাধারণ সম্পাদক করা হয় সেলিম চৌধুরীকে।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন বলেন, চুনতি ও আমিরবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ কে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

আরো পড়ুন