মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ

প্রকাশিত : ১০:৪৯ অপরাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

 

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

৩০ জুলাই সকালে বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে লোহাগাড়া উপজেলার আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দের মাঝে বিভিন্ন প্রকার ফলজ,বনজ ও ঔষুদি গাছের মোট শতাধিক চারা বিতরণ করা হয়েছে।

ছাত্রলীগের নেতৃবৃন্দের কাছে বৃক্ষরোপন কর্মসূচি ও চারা বিতরণ করেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি হামিম হোসাইন রবিন।

এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।

আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি হামিম হোসাইন রবিন জানান, প্রিয় নেতা ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া দাদার পক্ষ থেকে কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দের মাঝে বিভিন্ন প্রকার ফলজ,বনজ ও ঔষুদি গাছের মোট শতাধিক চারা বিতরণ করেছি। কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসুচি পালন করা হয়েছে বলেও তিনি জানান।

আরো পড়ুন