মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
প্রকাশিত : ১১:১৭ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
কয়েকদিনের টানা বর্ষণ ও চিলইন্যা খালের তীব্র স্রোতের কারণে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্হ পানত্রিশা এলাকায় ৫০/৬০ পরিবার প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে ৫ শতাধিক মানুষ। বসতবাড়িতে পানি প্রবেশ করে অতি কষ্টে দিনাতিপাত করছে। ভেসে গেছে পুকুরের মাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে পাকা আউশ ধান।
জানা যায়,উপজেলার চুনতি পানত্রিশা গ্রাম। দুর্গম পাহাড়ি এলাকা হিসেবে পরিচিত এ গ্রাম।
গেল ৩/৪দিনের টানা বর্ষণে পানত্রিশা মহাজন পাড়াসহ কয়েকটি পাড়ার ৫০/৬০ পরিবারের মানুষ পানিবন্দিতে রয়েছে। এই গ্রামের মানুষ পানিবন্দির কারণে রাত্রীকালীন সময়ে খোলা আকাশের নিচে দিনাতিপাত করছিল। ভারী বর্ষণ ও চিলইন্যা খালের পানি মহাজন পাড়া গ্রামে প্রবেশ করেছে।
এলাকার বাসিন্দা আবদুল খালেক জানান, কয়েকদিনের টানা বর্ষণের কারণে আমার মহাজন পাড়ায় পানি প্রবেশ করেছে। বিশেষ চিলইন্যা খালের তীব্র স্রোতের কারণে আমাদের গ্রাম প্লাবিত হয়েছে। আমরা অতি কষ্টে দিনযাপন করছি।
পানিবন্দিতে সাধারণ মানুষ খবর পেয়ে উক্ত এলাকা পরিদর্শন করতে ছুটে যান চুনতি ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী।
এসময় স্হানীয় ইউপি সদস্য মুহাম্মদ জানে আলম প্রকাশ জানু মেম্বার উপস্হিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানি জানান,গেল ৩/৪দিনের ভারী বর্ষণের কারণে পানত্রিশা মহাজন পাড়া এলাকার ৫০/৬০ পরিবারের বসতবাড়ি পানি ঢুকে পানিবন্দিতে অবস্হান করছেন।এলাকার পুকুরের মাছ ভেসে গেছে। খোলা আকাশের নিচে বসবাস করছে অনেকে। পানিবন্দি গ্রাম পরিদর্শন করেছি। শীঘ্রই তাদেরকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলেও তিনি জানান।