মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
প্রকাশিত : ১০:১৯ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় লকডাউন নিশ্চিত করতে মাঠে কঠোর অবস্হানে প্রশাসন, পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী।
লকডাউনের ৬ষ্ঠ দিনে করোনা সংক্রমণ প্রতিরোধে মাঠে কাজ করছে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী।
এসময় লকডাউন অমান্য করে উপজেলার আমিরাবাদ স্টেশন ও থানা রাস্তার মাথাস্হ এলাকায় বিভিন্ন গাড়ি যোগে অযথায় ঘুরাঘরী করার দায়ে ১২টি মামলায় ৪হাজার ৪৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
২৮ জুলাই সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী।
এসময় সাথে ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী, নয়ন দাশ ও লোহাগাড়া থানার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খোরশেদ আলম চৌধুরী জানান, লকডাউনের ৬ষ্ঠ দিনে ঘুরাঘুরী করছে সাধারণ মানুষ। তাদেরকে ঘরমুখী করতে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বার বার নির্দেশনা প্রদান করে আসছি। স্বাস্হ্যবিধি অমান্য করে অযথায় ঘুরাঘুরীর দায়ে সংক্রমণ আইন ২০১৮ এর ২৪ ধারামতে ১২টি মামলায় ৪ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।