মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

আশ্রয়ন প্রকল্পে নতুন অতিথিঃমিষ্টি ও জামা-কাপড় নিয়ে গেলেন ইউএনও

প্রকাশিত : ১১:৩৯ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

ফাতেমা বেগম। তার স্বামীর নাম মুহাম্মদ সাজ্জাদুর রহমান। তার বাড়ী চট্টগ্রামের উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কাজির পুকুর পাড় এলাকার। তার কোন ঘর ভিটেবাড়ি নেই। গেল ২মাস পুর্বে পুটিবিলা ইউনিয়নের তাঁতী পাড়া আশ্রয়ণ প্রকল্পে স্বপ্নের ঠিকানাতে উঠেন সাজ্জাতের পরিবার। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে তারা মহাখুশী। ফাতেমা বেগমের প্রথম কন্যার বয়স ৪বছর। আশ্রয়ন প্রকল্পের নতুন ঘরে উঠার পর গত ১৯ জুলাই তার ঘরে নতুন অতিথি(পুত্র সন্তানের) আগমণ হয়। নতুন ঘরে নতুন অতিথি।
অাশ্রয়ণ প্রকল্পের ফাতেমা বেগমের ঘরে নতুন অতিথির আগমণের খবর পেয়ে ২৬ জুলাই দুপুর দেড়টার দিকে তাকে দেখতে ছুটে যান লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু। নবজাতক শিশুর জন্য নতুন জামা কাপড় ও মিস্টি প্রদান করেন।

এসময় সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া ও লোহাগাড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মুহাম্মদ রায়হান সিকদার।

 

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু জানান, মাননীয় প্রধানমন্ত্রীর অনন্য স্বপ্ন আশ্রয়ণ প্রকল্প। উপজেলার বিভিন্ন এলাকার আশ্রয়ণ প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে অনেক খুশী। তারা সেখানে সুন্দরভাবে জীবন-যাপন করছেন। পুটিবিলা তাঁতী পাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্পে এক অসহায় মহিলা ফাতেমা বেগম স্বপ্নের ঠিকানায় উঠেন। তার ঘরে নতুন অতিথি(পুত্র সন্তান) এর আগমণ হয়। নতুন অতিথির আগমনের খবর শুনে তাকে দেখতে যায়। এসময় নতুন অতিথিকে নতুন জামা ও মিস্টি প্রদান করা হয়।

ফাতেমা বেগম ও তার স্বামী সাজ্জাদ তাদের ঘরে নব জাতক শিশুকে পেয়ে অনেক খুশী।

তাদের সন্তানকে আশ্রয়ণ প্রকল্পে দেখতে আসায় ইউএনও আহসান হাবীব জিতু ও পিআইও মুুহাম্মদ মাহবুব আলম ভুঁইয়াকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

আরো পড়ুন