মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

আমিরাবাদ ও চুনতি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি বিলুপ্ত

প্রকাশিত : ১০:১৯ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে উপজেলার চুনতি ও আমিরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

২৫ জুলাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজন ও সাধারণ সম্পাদক হুমায়ন কবিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের জরুরী সিদ্ধান্ত মোতাবেক তৃণমুল পর্যায়ে সংগঠনের গতিশীলতা আনায়ন নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আওতাধীন চুনতি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ কমিটি ও আমিরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল। একই সাথে উক্ত দু` ইউনিয়নে আগ্রহী পদ প্রত্যাশীদের উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের বরাবর বায়ো ডাটার আহবান করা গেলো।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজন মুঠোফোনে উক্ত প্রতিবেদক কে জানান, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সকল নেতৃবৃন্দের পরামর্শে চুনতি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ ও আমিরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে পারে এবং দলের দুঃসময়ে যারা রাজনীতির জন্য নিবেদিত ছিল তাহেরকে প্রাধান্য দেওয়া হবে বলেও তিনি জানান।

আরো পড়ুন