মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
প্রকাশিত : ১১:৪২ অপরাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
মোঃ আছহাব উদ্দিন। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের জান মুহাম্মদ পাড়ায় এক সন্ভ্রান্ত পরিবারে তার জন্ম। তার পিতা একজন প্রবীণ আওয়ামীলীগ নেতা। মুজিব আদর্শের পাগল তার পিতা। আছহাব উদ্দিন দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করার পর বর্তমানে চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ,সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বিগত জামায়াত-শিবির ও বিএনপির বিরুদ্ধে যেকোন আন্দোলন সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। বর্তমান সংসদ সদস্য,কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকের সাথে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছেন এই প্রজন্মের তরুণ রাজনীতিবিদ আছহাব উদ্দিন।
করোনাকালীন শুরু থেকেই তিনি অসহায় মানুষের পাশে আর্থিকভাবে সার্বিক সহযোগীতা দিয়েছেন। এছাড়াও তিনি চরম্বা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও স্কুলের দায়িত্ব পালন করছেন। এলাকায় বেশ প্রশংসীত হয়েছেন তিনি । সাবেক ছাত্রনেতা মুহাম্মদ আছহাব উদ্দিন আগামী চরম্বা ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে অনেক দিন ধরে ঘোষণা দিয়েছেন। তিনি সমাজ পরিবর্তনে কাজ করতে চান। তার বিরুদ্ধে চলছে বিভিন্ন ষড়ষন্ত্র। এরপরও তিনি হাল ছাড়েনি।রাজনীতির মাঠে থেকেই কাজ করছেন। তরুন জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান আছহাব উদ্দিন।
চরম্বা ইউপি সম্ভাব্য,চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ রাজনীতিবিদ মুহাম্মদ আছহাব উদ্দিন জানান, সাংবাদিক ভাই, আমি একজন তরুণ। সরকার তরুণদের অগ্রাধিকার দিচ্ছে। সারাদেশে তরুণরাই নেতৃত্ব দিচ্ছে। আমিও একজন তরুণ রাজনীতিবিদ হয়ে , আওয়ামীলীগের একজন ক্ষুদ্র কর্মী হয়ে নৌকা প্রতীক নিয়ে আগামী নির্বাচনে চরম্বার চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। এজনপথের মানুষের ভালবাসার কাছে আমি ঋণী। চরম্বাবাসী আমাকে অনেক ভালবাসে। তরুণ জনপ্রতিনিধি হলে এলাকার যুবক ও তরুণদের জন্য কাজ করার সুযোগ চাই। আপনি আছহাব উদ্দিন নৌকার মনোনয়ন ব্যাপারে কতটুকু আশাবাদি, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে এই তরুণ নেতা জানান, আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছ অনেক বেশী আশাবাদি, চরম্বার মানুষ ও তৃণমুলের নেতারা আমাকে ভালবাসে। দল আমাকে আগামী চরম্বা ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার সুযোগ করে দিবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
তরুণ এই নেতা আছহাব উদ্দিন চরম্বাবাসীর কাছে দোয়া, সহযোগীতা, সমর্থন ও ভালবাসা কামনা করেছেন।