মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
প্রকাশিত : ১০:১২ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনতাই`র অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ছিদ্দিক আহম্মদের কন্যা রুবি আকতান(৩৪) বাদী হয়ে সদর ইউনিয়নের জমিদার পাড়ার জানে আলমের পুত্র আরিফ(৩২) কে বিবাদী করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে প্রকাশ, উল্লেখিত বিবাদী বাদী রুবি আকতারের পুত্র হাসান (১৫) কে বিগত কিছুদিন ধরে হাকাবাকা করে আসছিল। একটি মোটর সাইকেল করে ৩/৪জনের অজ্ঞাত নামা লোক গত ১৪ জুলাই দুপুর ১ টার দিকে জমিদার পাড়ার পুর্ব পাশ্বে গাছ বাগানে নিয়ে যায়। এসময় হাসানকে মারধর করে প্রতিপক্ষরা। তাকে মারধরের চিৎকার শুনে তার আরেক জমস ছেলে হোসাইন আগাইয়া গেলে ২টি স্মার্ট ফোন সেট কেটে নেয়। গত ১৮জুলাই এরই জের ধরে তার ছোট জমজ ছেলে হোসাইনের কাছ থেকে ১টি মোবাইল সেট ও নগদ ১২হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগে প্রকাশ।
ভুক্তভোগী রুবি আকতার জানান, আমি খুব বেশী অসহায়। আরিফ নামের এক লোক আমার ছেলে হাসান কে মারধর করে মোবাইল ফোন কেড়ে নেয়। তাকে মারধরের খবর শুনে আমার জমজ ছোট ছেলে হোসাইনের কাছ থেকে মোবাইল সেট ও নগদ ১২হাজার টাকা ছিনিয়ে নেয়। তিনি সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
স্হানীয় ইউপি সদস্য মুহাম্মদ আবদুল হামিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এর আগেও একবার ঘটনা হয়েছিল। আমি বাদীর সাথে কথা বলে সমাধান করে দিয়েছি। রুবি আকতার ছেলের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা সত্যিই। তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছেন।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও লোহাগাড়া থানার এসআই পার্থসারথি হাওলাদার জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে বিবাদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা নেওয়া হবে বলেও তিনি জানান।
অন্যদিকে, অভিযুক্তের সাথে যোগাযোগ করতে না পারায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।