মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

লোহাগাড়ায় লকডাউন নিশ্চিত করতে মাঠে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী

প্রকাশিত : ১১:৪৬ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

লোহাগাড়ায় লকডাউন নিশ্চিত করতে মাঠে কঠোর অবস্হানে প্রশাসন, পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী।

সরকারের পক্ষ থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী। এসময় লকডাউন অমান্য করে উপজেলার বটতলী স্টেশন ও পদুয়া বাজারের বিভিন্ন এলাকায় দোকানপাট খোলা রাখা ও অযথায় ঘুরাঘুরী করার দায়ে ১৯মামলায় ১৫হাজার ৮০০টাকা জরিমানা আদায় করা হয়েছে।

২৩ জুলাই সকাল ৯টা থেকে বেলা ৩ টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী।

এসময় সাথে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার ১০ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন নাদিম মোস্তাফা, লোহাগাড়া থানার এসআই পার্থসারথি হাওলাদার ও পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মুহাম্মদ মহসিন লিটন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী জানান, করোনা সংক্রমণ সারাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ মাঠে কাজ করছে। লকডাউন অমান্য করে দোকানপাট খোলা রাখা ও অযথায় ঘুরাঘুরীর দায়ে সংক্রমণ আইন ২০১৮ এর ২৪ ধারামতে ১৯মামলায় ১৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরো পড়ুন