মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

আধুনগরে সিন্ডিকেট মার্কেটে ফার্নিচারের দোকানে চুরি

প্রকাশিত : ১১:০১ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের খাঁন হাট বাজারস্হ আরকান প্রপার্টিজ সিন্ডিকেট মার্কেটে ৫টি ফার্নিচারের দোকান চুরি হয়েছে।

গতকাল দিবাগত রাত দেড়টার দিকে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত দোকানের মালিকের নাম হল কফিল উদ্দিন, ফোরকান, মনচুর, নাঈম, আহমদ ছফা।

জানা যায়, উপজেলার আধুনগর বাজারের আরকান প্রপার্টিজ প্রকাশ সিন্ডিকেট মার্কেটের ফার্নিচারের দোকান ব্যবসায়ীরা গত ২০ জুলাই ঈদুল আযহা উপলক্ষে দোকান বন্ধ করে দেয়। গতকাল মধ্যরাতের পরে যে কোনো এক সময় দোকানের তালা ভেঙে ঢোকে পড়ে চুরের দল।
এসময় রুটার মেশিন,প্লেনার মেশিন(কাঠ চাছা),গ্রান্ডিং মেশিন ও ড্রীল মেশিনসহ ৫টি দোকান থেকে ২৭টি মেশিন চুরি করে নিয়ে যায়।যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।

ক্ষতিগ্রস্ত সিন্ডিকেট ফার্নিচার ব্যবসায়ী কফিল জানান, কোরবানীর ঈদ উপলক্ষ গত ২০ জুলাই রাতে আমরা দোকান বন্ধ করে বাড়ীতে চলে যায়। আজ সকালে দোকানে এসে তালাগুলো ভাঙ্গা অবস্হায় দেখতে পায়। মোট ৫টি দোকান থেকে চুরেরা রুটার মেশিন,প্লেনার মেশিন(কাঠ চাছা),গ্রান্ডিং মেশিন ও ড্রীল মেশিনসহ ৫টি দোকান থেকে ২৭টি মেশিন চুরি করে নিয়ে যায়।যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। চুরের দল কয়েকটি মেশিন ফেলে রেখে চলে গেছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্হল পরিদর্শন করেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ নাজিম উদ্দিন ও লোহাগাড়া থানার এসআই মামোনুর রশিদ।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকারিয়া রহমান জিকু জানান, এঘটনার বিষয়ে স্হানীয় চেয়ারম্যান ও ক্ষতিগ্রস্ত  ব্যবসায়ীরা আমাকে জানালে থানার এসআই মামুনোর রশিদকে ঘটনাস্হলে পাঠানো হয়েছে। মার্কেটের পার্শ্বে সিসি ফুটেজ দেখে চোর সনাক্তের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

 

 

আরো পড়ুন