মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
প্রকাশিত : ১১:৩২ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলার ৯ইউনিয়নের বিভিন্ন এলাকার ১হাজার কর্মহীন ও ঘরবন্দি পরিবারের জন্য খাদ্য সহায়তা পাঠিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী,লোহাগাড়ার কৃতি সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া
১৮ জুলাই (রবিবার) সকালে উপজেলা বটতলী মোটর স্টেশনস্হ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলার ৯ ইউনিয়নের প্রতিনিধিদের কাছে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়।
প্রথমে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকার কর্মহীন মানুষকে খাদ্য সহায়তার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়।
খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, চুনতি ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী,পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রী নিবাস দাশ সাগর, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব,মাস্টার মুহাম্মদ মিয়া ফারুক, সাবেক কারা নির্যাতিত ছাত্রনেতা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও আওয়ামীলীগ নেতা শাহিদুল কবির সেলিম, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি মুহাম্মদ আনিস উল্লাহ,,আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মুহাম্মদ কামাল উদ্দিন, মুহাম্মদ দিদারুল আলম বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ,আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি হামিম হোসেন রবিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, বর্তমান সরকার অসহায় ও দুঃখী মানুষের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ধর্মের মানুষের কল্যাণে কাজ করছেন।ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ জনপথের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।আজকে ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার সৌজন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ হাজার কর্মহীন পরিবারের ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে। ইতিমধ্যে পার্টি অফিস থেকে আজকে ইউএনও মহোদয় খাদ্য সহায়তা কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন । উপজেলার প্রত্যেক ইউনিয়নের জনপ্রতিনিধিদের কাছে এসব সহায়তা প্রদান করা হয়েছে বলেও তিনি জানান।