সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ১২:৩৬ অপরাহ্ন সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
লোহাগাড়া প্রতিনিধিঃ
নুর আহমদ। তার বয়স ৬৫ বছর। তার পিতার নাম মৃত মিয়া হোসেন। তার বাড়ী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা গ্রামে। টাকার অভাবে তার পায়ে বাসা বেধেছে জটিল রোগ। পায়ের নিচে বিরল রোগে আক্রান্ত তিনি। পায়ের নিচে জটিল রোগে বাসা বাধায় সে হাঁটতে পারেনা। চলাচল করে দুটি লাটি দিয়ে। সেখানে কষ্টের সীমা নেই। শুধু আশার বাধ বেধেছেন একটি হুইল চেয়ার কখন তার কপালে জুটবে। কারণ তার কোন টাকা-পয়সা নেই। সহায়-সম্বল বললে কিছু নেই।
বৃদ্ধ অসহায় নুর আহমদের অসহায়ত্বের কথা বিবেচনা করে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়াবার সংসদ সদস্য বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির পক্ষ থেকে বৃদ্ধকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।
১৬ জুলাই বিকেলে বৃদ্ধের বাড়ীতে গিয়ে এমপি নদভীর পক্ষ থেকে হুইল চেয়ারটি প্রদান করেন বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মেধাবী ছাত্রনেতা আবদুল্লাহ আল হারুন সাঈদী।
এসময় ছাত্রলীগের কর্মীরা উপস্হিত ছিলেন।
বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মেধাবী ছাত্রনেতা আবদুল্লাহ আল হারুন সাঈদী জানান, নুর আহমদ খুব বেশী অসহায়। তাকে পায়ে বিরল রোগের বাসা বেধেছে। যার কারণে হাঁটতে চলাফেরা করতে অক্ষম। সেই কথা বিবেচনা করে প্রিয়নেতা মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন নদভী এম পি মহোদয়ের পক্ষ থেকে হুইলচেয়ার প্রদান করেছি। তিনি আরও জানান, আসুন আমরা সকলেই নিজেদের সাধ্যমত মানবতার কল্যাণে এগিয়ে আসি, আাশে পাশের অসহায়,দারিদ্র্য মানুষের পাশে দাঁড়ায়।বাংলাদেশ ছাত্রলীগ সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন আগামীতেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ।
বৃদ্ধ নুর আহমদ হুইল চেয়ার পেয়ে মহাখুশী।