মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
প্রকাশিত : ১০:৩৮ অপরাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
লোহাগাড়া উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন প্রকাশ জনু কে হামলার ঘটনায় আহতের বড় ভাই মোস্তাক আহমদ বাদী হয়ে ৪জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। লোহাগাড়া থানার মামলা নং ১১, ১১/০৭/২০২১ইং।
এ মামলার ১নং আসামী পদুয়া ইউনিয়নের ফরিয়াদেরকুল এলাকার সমশুল ইসলামের পুত্র মুহাম্মদ ওসমানসহ ৪জন আসামী চট্টগ্রাম আদালতে জামিনের জন্য আত্নসমর্পন করেন।
বাদী পক্ষের আইনজীবি ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবি এডভোকেট শফিউল হক চৌধুরী সেলিম।
বাদী পক্ষের আইনজীবি মুঠোফোনে উক্ত প্রতিবেদককে জানান, উপজেলা তাঁতীলীগের সভাপতি ডাঃ জয়নাল আবেদীনকে হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার ৪জন আসামী আদালতে আত্নসমর্পণ করেন। মাননীয় আদালতে শুনানির পর ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালত মামলার ২,৩,৪নং আসামীর জামিন মঞ্জুর করেন।
মামলার ১নং আসামী মুহাম্মদ ওসমানের জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন।
আহত জয়নাল আবেদীন প্রকাশ জনু জানান, আমি আদালতে ন্যায় বিচার পেয়েছি।