মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

রাতের আঁধারে পাহাড় কাটছে প্রভাবশালীরা

প্রকাশিত : ১:২৫ পূর্বাহ্ন মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় পরিবেশ আইন না মেনে দেদার চলছে পাহাড় কাটা। বাড়ি নির্মাণ, রাস্তা সংস্কার এবং ইটভাটাসহ বিভিন্ন কাজে ব্যবহারের জন্য পাহাড় কাটছে একটি চক্র। পাহাড়ের মাটি কেটে ট্রাকে করে নিয়ে যাচ্ছে স্হানীয় প্রভাবশালী পাহাড়খেকোরা। তবে প্রভাবশালীদের ভয়ে স্হানীয়রা পাহাড় খেকোদের বিরুদ্ধে মুখ খুলছেনা।

সরেজমিন পরিদর্শনে জানা যায়,উপজেলার চরম্বা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর কালোয়ার পাড়া গুচ্ছি গ্রাম সড়কের হাতির ঝোড়া নামক স্থানে পাহাড় কাটার দৃশ্য যাতে কারও চোখে না পড়ে স্থানীয় এলাকাবাসী ও প্রশাসন থেকে পাহাড় কাটার ঘটনা আড়াল করতে প্রতিদিন রাতের ১০টার পর থেকে কয়েকটি স্কেভেটর দিয়ে মাটি কেটে ৩/৪ ডেম্পার গাড়ি দিয়ে পাহাড়ের মাটি বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে বলে স্থানীয়রা জানান।

সাংবাদিকদের দেখে নাম প্রকাশে অনিচ্ছুক স্হানীয়রা বলেন, যারা পাহাড় কাটছে তারা এলাকার প্রভাবশালী।তাদের নাম বললে আমাদের ক্ষতিসাধন করতে পারে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মিয়া জানান, কিছুদিন ধরে এলাকার কিছু লোকজন পাহাড় ও বালু উত্তোলন করেছিল। তবে এখন নতুন করে পাহাড় কাঁটছে কিনা তিনি জানেননা।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক বাসিন্দা জানান,বালু ও মাঠিখেকোরা এলাকার খুব বেশী প্রভাবশালী। তাদের ভয়ে আমরা নাম বলতে পারছিনা। তবে, এলাকায় পাহাড় ও বালু উত্তোলনের কারণে আমাদের এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাট ভেঙ্গে যাচ্ছে। এই পাহাড়টি মিটা বেপারীর পাহাড় হিসেবে আমরা শুনেছি।

এদিকে পাহাড়টি কেটে ফেলায় হুমকির মুখে রয়েছে পাহাড়ের পাশে থাকা কয়েকটি বসতঘর। তবে পাহাড় কাটায় দায়িত্বরতরা এলাকার প্রভাবশালী হওয়ায় বসতঘরের মালিকরা হুমকির মুখে থাকলেও মুখ খুলতে সাহস পাচ্ছে না বলে তারা জানান।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী উক্ত প্রতিবেদককে মুঠোফোনে বলেন, পাহাড় কাটা সম্পূর্ণ অপরাধ। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

আরো পড়ুন