মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ১:৩৯ পূর্বাহ্ন মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা দক্ষিণ পাড়া এলাকায় মা ও মেয়েকে মারধর করে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
১৩ জুলাই সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় ওই এলাকার ছগির আহম্মদের স্ত্রী আহত রোজিনা আকতার বাদী হয়ে ওই এলাকার গোলাম রহমান প্রকাশ কালা মনুর পুত্র জুনাইদ কে বিবাদী করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে প্রকাশ, চরম্বা মাইজবিলা দক্ষিণ পাড়া গ্রামের ছগির আহমদের কন্যা তাসফিয়া সুলতানা জায়তুনের সাথে বিগত বছরখানিক পুর্বে ওই এলাকার কালা মনুর ছেলে জুনাইদের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর থেকে তার স্বামী স্ত্রীকে শারিরীক নির্যাতন চালিয়ে আসছিল। তাসফিয়া তার বাপের বাড়িতে ৬মাস পর বেড়াতে যান। তার স্বামী তাকে আনতে গেলে তার মেয়ে জায়তুন কিছুদিন পরে যাবো এখন যাবোনা বললে, বিবাদী জুনাইদ তার স্ত্রী জায়তুন কে মারধর করে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার মাকেও কিল ঘুষি ও লাতি মেরে আহত করে ।
আহত অবস্হায় মা মেয়ে উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
আহত রোজিনা জানান, তার মেয়ে জায়তুন কে বিয়ে দেয়ার পর একদিনের জন্য সে শান্তি পায়নি। আমার মেয়ে আমার বাড়ীতে বেড়াতে আসলে আমার সামনে মেয়েকে এবং আমাকেও মারধর করে। তিনি সংশ্লিষ্ঠ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবী জানান।
স্হানীয় ইউপি সদস্য মুহাম্মদ জয়নাল জানান,রোজিনা আকতার আমাকে বিষয়টি জানিয়েছিল। আমি বলেছি মাগরিবের পর বৈঠকের মাধ্যমে সমাধান করে দিবো।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, মা ও মেয়েকে মারধরের বিষয়ে থানায় জুনাইদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি তদন্তপুর্বক ব্যবস্হা নেওয়ার জন্য থানার এসআই নাছিমা আকতারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, অভিযুক্ত জুনাইদ জানান, তিনি ষড়ষন্ত্রের শিকার। তিনি এ ধরণের কোন ঘটনা ঘটায়নি। তার শ্বাশুড়ি ও স্ত্রীকে মারধর করেনি বলেও তিনি দাবি করেন।