মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ১:২০ পূর্বাহ্ন মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
কালভার্ট ভেঙে মরণফাঁদ! জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদসহ কয়েকটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়।চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের উত্তর চরম্বা লোক্তার পাড়া সড়কের উত্তর পাশে কালভার্টর মাঝখানের বড় অংশ ভেঙ্গে গেছে। সড়কের একটি কালভার্ট ভেঙে পড়ে মরণফাঁদে পরিণত হয়েছে। এ কারণে প্রতিনিয়ত ছোট ছোট দুর্ঘটনা ঘটেই চলছে।
জনগণের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে ১৩জুলাই বিকেলে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি এবং উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতুর নির্দেশে চরম্বার সেই ভাঙ্গন কালভার্টটি পরিদর্শন করতে যান লোহাগাড়া উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনীর।
এসময় সাথে ছিলেন অত্র এলাকার কৃতি সন্তান, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হারুন সাঈদীসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
অত্র এলাকার বাসিন্দা ও বার আউলিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ,সম্পাদক আবদুল্লাহ আল হারুন সাঈদী জানান, আমাদের এলাকা জনবহুল এলাকা হিসেবে পরিচিত। এই কালভার্টটি অনেক দিন ধরে ভেঙ্গে গেছে। কালভার্টের ভাঙ্গন নিয়ে আমার নেতা প্রফেসর ড.নদভী এমপি মহোদয় ও ইউএনও মহোদয় কে অবহিত করেছি। আজকে উপজেলা প্রকৌশলী ভাঙ্গন কালভার্টটি পরিদর্শন করেছেন বলেও তিনি জানান।
উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনীর চৌধুরী জানান, উপজেলার চরম্বা ইউনিয়নের উত্তর চরম্বায় দীর্ঘদিন ধরে একটি কালভার্ট ভেঙ্গে গেছে। কালভার্টের ভাঙ্গন বিষয়ে মাননীয় এমপি মহোদয় ও ইউএনও মহোদয় আমাকে দ্রুত মেরামতের জন্য নির্দেশ প্রদান করেছেন। আজকে আমি ভাঙ্গন কালভার্টটি পরিদর্শন করেছি। শীঘ্রই কালভার্টটি মেরামত করা হবে বলেও তিনি জানান।