সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

এমপি নদভীর নির্দেশে সেই বিধবা ছকিনাকে ঘর নির্মাণ করে দিচ্ছেন ফজলে এলাহী আরজু

প্রকাশিত : ১১:২৯ পূর্বাহ্ন সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

গত ৮ জুলাই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্হ সাতগড় উত্তর পাড়া এলাকার ব্লাড ক্যান্সারে নিহত মোঃ মোবারকের স্ত্রী বিধবা ছকিনা আকতারের অসহায়ত্বের বিষয় নিয়ে প্রতিদিনের সংবাদসহ কয়েকটি অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। বিধবা ছকিনার ঘরে রয়েছে ২ ছেলে। জমি-জমা নেই বললেই চলে।মাটির ঘরটি ধ্বসে পড়ে গেছে। ২ সন্তানের দিকে তাকিয়ে অতি কষ্ঠে সংসার চালিয়ে যাচ্ছেন বিধবা ছকিনা আকতার। তার ছেলে সন্তানকে নিয়ে থাকেন পরের ঘরে।

বিষয়টি উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সাবেক ছাত্রনেতা ফজলে এলাহী আরজুর দৃষ্টিগোচর হয়। তার অসহায়ত্বের খবর পড়ে তিনি আবেগ আপ্লুত হন।

১৩ জুলাই চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি এবং
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতুর নির্দেশে বিধবা ছকিনা আকতারের ধ্বসে যাওয়া ঘরটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ঘর পরিমাপ করে এমপি নদভী ও ইউএনও জিতুর নির্দেশে বিধবা ছকিনা আকতারকে টিন সেটের ঘর করে দিচ্ছেন লোহাগাড়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক, চুনতি ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফজলে এলাহী আরজু।

এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি সাবেক মেধাবী ছাত্রনেতা মিজানুর রহমান মিজান, ব্যবসায়ী মুহাম্মদ ফারুকসহ অন্যান্যরা।

উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক ফজলে এলাহী আরজু জানান, কিছুদিন পুর্বে বিধবা ছকিনার ধ্বসে পড়া ঘর নিয়ে লোহাগাড়ার সাংবাদিক রায়হান সিকদার প্রতিদিনের সংবাদ সহ কয়েকটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করে। উক্ত সংবাদটি আমি নিজে পড়ে আবেগ আপ্লুত হয়েছি। আমি তার ধ্বসে যাওয়া ঘরটি পরিদর্শন করেছি। মাননীয় এমপি মহোদয় ও ইউএনও মহোদয়ের নির্দেশে আমার ব্যক্তিগত উদ্যোগে তাকে টিনসেটের একটি ঘর করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজকে সকালে ঘরটি পরিমাপ করার পর কাজ শুরু করা হয়েছে বলেও তিনি জানান।

বিধবা ছকিনা আকতারকে ঘর করে দেওয়ায় সে মহা খুশী।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মানবতার জয় হোক।

আরো পড়ুন