সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

লোহাগাড়ায় ভারী বর্ষণে গ্রামীণ সড়কগুলোর বেহাল দশা,পুণঃ মেরামতর জোর দাবী এলাকাবাসির 

প্রকাশিত : ১২:৪৯ অপরাহ্ন সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ভারী বর্ষণের কারণে প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণগুলোর ভেঙ্গে বেহাল দশায় পরিণত হয়েছে। ফলে অনেক সড়ককে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

সরেজমিনে পরিদর্শনে গিয়ে জানা যায়, বিগত কিছুদিন ধরে অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক গ্রামীণ সড়ক ভেঙ্গে গেছে। সড়কের বিভিন্ন স্হানে ছোট ছোট গর্তে পরিণত হয়েছে। উপজেলার চরম্বা ইউনিয়নের চরম্বা জান মুহাম্মদ পাড়া বাতেরা পাড়া সড়ক, বাইয়ার পাড়া হাতিরডেবা সড়ক, পুর্ব মাইজবিলা সড়ক দিঘীর পাড়া সড়ক, মাইজবিলা কমলা মুড়া সড়ক রাজঘাটা আদারচর সড়কের কিছু কিছু অংশ ভেঙ্গে গেছে। এছাড়াও উপজেলার চুনতি পদুয়া, বড়হাতিয়া, আমিরাবাদ,চুনতি আধুনগর, পুটিবিলা,কলাউজানসহ বিভিন্ন এলাকায় প্রত্যন্ত অঞ্চলে ভারী বর্ষণের কারণে সড়কের ছোট ছোট অংশ ভেঙ্গে বেহাল দশায় পরিণত হয়েছে।

চরম্বা ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার মুহাম্মদ সোলাইমান জানান, ভারী বর্ষণের কারণে আমার ওয়ার্ডে জান মুহাম্মদ পাড়া সড়কের কিছু কিছু অংশ ভেঙ্গে গেছে। যাতায়াতের সময় সা্ধারণ জনগণ রীতিমত হিমশিম খেতে হচ্ছে। দ্রুত উক্ত ভাঙ্গন সড়কগুলো পুণঃসংস্কার করা হলে এলাকাবাসীরা অনেক বেশী উপকৃত হবেন।

চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান জানান, কিছুদিন ধরে ভারী বর্ষণের কারণে এলাকার কয়েকটি গ্রামীণ সড়ক ভেঙ্গে গেছে। ভাঙ্গণের বিষয়ে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে অবহিত করেছি।

লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া জানান,বিগত কিঠুদিন ধরে অতি বৃষ্টির কারণে বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কগুলো ভেঙ্গে গেছে।সড়কের ভাঙন বিষয়ে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলেও তিনি জানান।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু জানান,অতি বৃষ্টির কারণে গ্রামীণ সড়কের ভাঙ্গনগুলো পরিদর্শন করেছি। ভাঙ্গন বিষয়ে সংশ্লিষ্ঠ দপ্তরে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।

উক্ত ভাঙ্গন সড়কগুলো দ্রুত পুণঃ মেনামতের জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের অাশু হস্তক্ষেপ কামনা করেছেন স্হানীয় এলাকাবাসীরা।

 

আরো পড়ুন