মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

চুনতিতে অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিলেন চেয়ারম্যান জয়নুল আবেদীন

প্রকাশিত : ১০:৫৬ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় লকডাউনে ঘরবন্দি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৩ জুলাই সকালে চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানীর নিজস্ব অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে খাদ্য প্রদান করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ,সম্পাদক, চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানীর পুত্র এরশাদুর রহমান রিয়াদ।

এসময় এলাকার মুরুব্বীগণ উপস্হিত ছিলেন।

চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী জানান, চুনতিতে বিভিন্ন এলাকার অসহায় অনেক মানুষ লকডাউনে ঘরবন্দি রয়েছে। তাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে আমার নিজস্ব অর্থায়নে বিভিন্ন এলাকায় অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আগামীতেও অসহায় মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরো পড়ুন