সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ১১:৫১ পূর্বাহ্ন সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় স্হানীয় ইয়াবা কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত মাদক কারবারীর নাম খানে আলম প্রকাশ হারুন(৫০)। সে উপজেলার আমিরাবাদ মাস্টার হাট নুর আহম্মদ সওদাগর বাড়ীর নুরুল আলম প্রকাশ নুর আহম্মদের পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ ওবায়দুল ইসলাম ও এসআই ভক্ত চন্দ্র দত্তের নেতৃত্বে পুলিশের একটি টিম মাস্টারহাট গ্রামীণ পোস্ট অফিসের সামনে তার শরীরে তল্লাশি চালিয়ে ২০০পিচ ইয়াবা সহ এক মাদক কারবারীকে আটক করে।
আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ১২ জুলাই সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।