শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

আধুনগরে লকডাউনে ঘরবন্দি অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

প্রকাশিত : ১:৪১ পূর্বাহ্ন শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় লকডাউনে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

১১ জুলাই সকালে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপজেলার অাধুনগর ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় ও দুঃস্হদের মাঝে আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্হিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার ১০ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন মোঃ যাযাউল ইসলাম,আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ নাজিম উদ্দিন,ইউপির সেক্রেটারি মিন্টু তালুকদার, আধুনগর ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ জয়নাল আবেদীন, ইউপি সদস্য শাহজাহান চৌধুরী পারভেজ, মোঃ আবদুল মন্নান,মুহাম্মদ হাসান সওদাগর, রাশেদুল ইসলাম রিপন, সুজন দাশ, ওসমান গনিসহ ইউপির সকল মেম্বারবৃন্দ।

বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার ১০ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন মুহাম্মদ যাযাউল ইসলাম জানান,সারাদেশে লকডাউন চলছে। লোহাগাড়ার মানুষ ঘরবন্দি রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আজকে উপজেলার আধুনগরের অসহায় ও দুঃস্হদের মাঝে অসহায় মানুষকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। আমাদের ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরো পড়ুন