সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

কালভার্ট ফুটু, চলাচলে চরম ভোগান্তি

প্রকাশিত : ১১:৩৭ পূর্বাহ্ন সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের উত্তর চরম্বা লোক্তার পাড়া সড়কের উত্তর পাশে কালভার্টর মাঝখানের বড় অংশ ভেঙ্গে গেছে। সড়কের একটি কালভার্ট ভেঙে পড়ে মরণফাঁদে পরিণত হয়েছে। এ কারণে প্রতিনিয়ত ছোট ছোট দুর্ঘটনা ঘটেই চলছে। তবুও দেখার যেন কেউ নেই! ফলে কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।কিছুদিন যাবত কালভার্টটি ভেঙে পরে থাকায় ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করতে হচ্ছে সাধারণ পথচারীদের। চলাচলে রীতিমত হিমশিম খেতে হচ্ছে সকল প্রকার সিএনজি ও অটো-রিক্সা। এলাকাবাসীর অভিযোগ, কালভার্টটি ভেঙ্গে  অবস্থায় পড়ে আছে। কিন্তু কর্তৃপক্ষ পুনঃনির্মাণের উদ্যোগ নিচ্ছে না। এতে করে যে কোন সময় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরজমিনে পরিদর্শনে গিয়ে জানা গেছে,উপজেলার চরম্বা ইউনিয়নের জামছড়ি বাজার হইতে চরম্বা লোক্তার পাড়া, পুর্ব বাগমুয়া ও নাওঘাটায় এ সড়ক দিয়ে হাজার হাজার সাধারণ লোকজন যাতায়াত করে। কালভার্ট ভেঙে যাওয়ার কারণে  পথচারীদের মধ্যে আতংক বিরাজ করছে।  মাঝামাঝি অংশে কালভার্টটি ভেঙে এমন দশায় পরিণত হওয়ায় প্রতিদিন স্থানীয় বাসিন্দাসহ নানা শ্রেণি-পেশার মানুষ যাতায়াতে কষ্টের সীমা নেই।এছাড়াও প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে শতশত মোটরসাইকেল, রিকশা, ভ্যান, নসিমন, করিমন, সিএনজিসহ বিভিন্ন রকমের মোটরযান চলাচল করতে পারছেনা। তাই দ্রুত এই কালভার্টটির সংস্কার করা না হলে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এলাকার বাসিন্দা ও মা ডেকোরের্টসের স্বত্বাধিকারী ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম জানান, বিগত কিছুদিন পুর্বে আমাদের সড়কের কালভার্টটির বড় অংশ ভেঙ্গে গেছে। কালভার্ট ভেঙ্গে যাওয়ায় চলাচল করতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে আমাদের। কালভার্টের মাঝখানে বড় অংশে ভেঙ্গে যাওয়ায় আমাদের এলাকার লোকজন চলাচল করতে পারছেনা। তিনি সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

চরম্বা ইউপির চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান জানান, কালভার্টটি সংস্কারের জন্য ইউএনও মহোদয় ও উপজেলা প্রকৌশলীর কার্যালয়কে অবহিত করা হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত কালভার্ট পুনরায় নির্মাণ করা হবে বলেও তিনি জানান।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু জানান, কালভার্টের ভাঙ্গন বিষয়ে চেয়ারম্যান সাহেব আমাকে জানিয়েছেন।শীঘ্রই কালভার্ট সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

দ্রুত সমস্যা সমাধান ও নতুন কালভার্ট নির্মাণে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরো পড়ুন